দীর্ঘ ১৬ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও নিউ এইজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন। রোববার সন্ধ্যায় তিনি সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে অবস্থিত সাজেদা হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। তবে আগামী ৩ মাস তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে চিকিৎসক পরামর্শ দিয়েছেন। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরপর দু’বার তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে তার ফুঁসফুঁসে ইনফেকশন ধরা পড়ে।
পবিত্র ঈদুল আজহার আগে জ¦র-ঠান্ডাসহ করোনার নানা উপসর্গ দেখা দিলে জীবন করোনা টেষ্ট করান। কিন্তু তার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ঈদুল ফিতরের আগের দিন তার শ^াসকষ্ট শুরু হলে তাকে বাসাতে অক্সিজেন দেওয়া হয়। ঈদুল আজহার দিন অবস্থার অবণতি ঘটলে তাকে চিকিৎসকের পরামর্শে সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর একটু সুস্থ হলে আবারো তার করোনা টেস্ট করানো হলে দ্বিতীয় পরীক্ষাতেও তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর অন্যান্য পরীক্ষায় তার ফুঁসফুঁসে ইনফেকশন ধরা পড়ে।
এদিকে রফিকুল ইসলাম জীবন হাসপাতালে ভর্তি হওয়ার পর তার চিকিৎসার পুরো বিষয়টি ব্যক্তিগত ভাবে পর্যবেক্ষণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার পর্যন্ত তিনি সার্বক্ষণিক জীবনের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে তার চিকিৎসার ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন।
জীবনের অসুস্থতার সময় তার সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়ায় তার স্ত্রী মিসেস রিতু নাসিক মেয়র আইভীসহ জীবনের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া প্রার্থণা করেছেন।