পবিত্র ঈদুল আযহার আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। পশুর হাটগুলো পুরোপুলিভাবে এখনও জমে উঠেনি। ঈদকে সামনে রেখে এরই মাঝে ব্যস্ত হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার কামাড় সম্প্রদায়ের কর্মজীবী মানুষ। ভোর সকাল থেকেই টুং-টাং শব্দে চলছে তাদের কর্মব্যাস্ত সময়। শুক্রবার (২৪ জুলাই) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাংলাবাজার এলাকায় কামাড়দের দা,বটি,ছোড়া, চাপাতিগুলো অতি যত্নসহহকারে ধার করে চলেছেন তারা।
এ সময় কামাড় সম্প্রদায়ের কর্মজীবীরা জানানা, দেশের চলমান (কোভিড-১৯) করোনা ভাইরাসে লকডাউনের পর থাকে তাদের কাজকর্ম নেই বললেই চলে। পরিবার পরিজন নিয়ে তারা অত্যান্ত দূর্বিসহ অবস্থায় দিন যাপন করছেন। বাদ-দাদাদের আমল থেকেই তারা এ পেশায় রয়েছেন। তাই তাদের শরীর ও মত ভাল থাকে শুধু এ কাজের মাধ্য দিয়েই। সরকারী কোন আর্থিক সুযোগ সুবিদার কোনটাই তারা পাচ্ছেন না। তাই প্রতি বছর এই একটি ঈদের অপেক্ষায় থাকতে হয় তাদের। কখন আসবে সেই পবিত্র ঈদুল আযহা। তারপরও সৃষ্টিকর্তা তার মহান কৃপায় তাদেরকে ভালই রেখেছেন বলে জানান তারা।