নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা হাসপাতালে স্বল্প সময় ও খরচে করোনার র্যাপিড এন্টিজেন টেস্ট শুরু হয়েছে। যার মাধ্যমে নমুনা দেয়ার মাত্র ত্রিশ মিনিটের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল (রিপোর্ট)পাওয়া যাবে। মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। পরে তিনি হাসপাতালের করোনার চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে নিজের নমুনা পরীক্ষা করান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বর্তমান পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার ফলাফল পেতে কমপক্ষে চব্বিশ ঘন্টা সময় লেগে যায়। তবে আধুনিক প্রযুক্তর এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা দেয়ার মাত্র ত্রিশ মিনিটের মধ্যে ফলাফল প্রদান করা যাবে। এতে করে করোনায় আাক্রান্ত গুরুতর রোগিরা নমুনা দেয়ার পর আধ ঘন্টার মধ্যেই যার যার ফলাফল পেয়ে যাবেন এবং দ্রুত চিকিৎসা পেতে সহায়ক হবে। ইতিমধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টের জন্য হাসপাতালে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই টেস্ট সঠিক রিপোর্ট দেয় এবং এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত ও প্রমাণিত হয়েছে।
পিসিআর ল্যাবের পরীক্ষার সমান ফি ১০০ টাকাই নেওয়া হবে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে। নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতাল থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। যাদের দ্রুত ফলাফল প্রয়োজন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষা চলবে। তবে বিদেশ গমনকারিদের ক্ষেত্রে র্যাাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হবে না। তাদের আরটি-পিসিআর ল্যাবেই পরীক্ষা করাতে হবে।
করোনার ভ্যাকসিন প্রসঙ্গে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, এই টিকা দিলেই করোনা ঝুঁকিমুক্ত বা নিরাপদ ভাবলে চলবে না। টিকার উপর ভরসা না করে মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করতে হবে। টিকা দেয়ার পরেও সবাইকে সতর্কতা অবলম্বনসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারের সভাপতিত্বে ও আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয়ের সঞ্চালনায় উদ্বোধনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহা, জেলা ক্রীড়া সংস্তার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. দেবাশীষ সাহা এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিধান চন্দ্র পোদ্দার।
নিউজ ৪ / ১ পাতা/ ৩ কলাম / ছবি ৪