নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন,আমরা নারায়ণগঞ্জে ৪ টি পানি শোধনাগার করছি এর মধ্যে একটি ১৯নং ওয়ার্ডে। এই ১৯ নাম্বার ওয়ার্ডের পানিগুলো আমি ব্রহ্মপুত্র নদ থেকে আনতে চাই। আমি মানুষের জন্য চিন্তা করি আর দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করি। আপনাদের চিন্তাধারার সাথে আমার মিলে যায় আর আমি মানুষের সেবা করতেই কাজ করি,এ জন্যই আপনারা আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আর মেয়র বানিয়েছেন বলেই আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি।
আরেকটি শোধনাগার হবে ১৮ নং ওয়ার্ডের শীতলক্ষ্যায়। সেখানে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও মেঘনার মোহনায় যে পরিষ্কার পানি সেখান থেকে আমি নিতে চাই।’
তিনি বলেন, এখানে আমি পানির ট্রিটমেন্ট প্ল্যানও করতে যাচ্ছি আগে ২০ নং ওয়ার্ডে একটি ছিল এটা ৫/৬ বছর আগের করা ছিল যেটায় পানি দেয়ার কথা ছিল ১ কোটি গ্যালন সেখানে আমরা পাচ্ছি ৬০ হাজার গ্যালন। এটি আমাদের প্রয়োজনের তুলনায় কম।
বুধবার (৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে নাসিক ১৯ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা সড়ক নামকরণ, পায়রা চত্বর সংলগ্ন আরসিসি ড্রেন ও রাস্তা, নতুন পার্ক ও মাঠ, ঘাটলা নির্মান এবং ওয়াসার গভীর নলকূপ স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
মেয়র আরো বলেন, এখানে স্কুলের বালু ভরাটের কাজ আমি দিয়ে দিয়েছি। আগামী ৫/৬ মাসের মধ্যে বালু ভরাট হয়ে গেলে ডিজাইন করে ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করা যায় কিনা আমি চেষ্টা করবো। এখানকার জমিটি আমার নয় তবে আমরা সরকারের কাছ থেকে চেয়েছি। যদি তাড়াতাড়ি পেয়ে যাই তবে ভালো না হলেও আমরা জনস্বার্থে এখানে কাজটি করতে চাই আশা করি প্রশাসন আমাদের সহায়তা করবে। হসপিটালের জন্য টেন্ডার আগামী সপ্তাহে হয়ে যাবে এখানে ৫ কোটি টাকা বরাদ্দ আছে। এটি তিনতলা করার কথা ছিল আমি বাড়িয়ে ছয়তলা করেছি।’
মেয়র বলেন, আজকে ৩ কোটি ৭০ লাখ টাকার কাজ উদ্বোধন করেছি। কাজের ব্যাপারে কোন আপোষ নাই। কিভাবে মানুষের আরো ভালো কাজ করতে পারি সেটি আমার মাথায় কাজ করে। শান্তিনগরে আমি ১৫ কোটি টাকার কাজ করেছি। আপনারা চিন্তা করবেন না, আর কাউকে পান আর না পান আমি আপনাদের পাশে আছি। আমাকে পাবেন এবং কাউন্সিলরকে পাবেন। প্রয়োজনে সব কাউন্সিলরকে আমি নিয়ে আসবো। সরকার অত্যন্ত মানবিক।
কাউন্সিলরদের নিয়ে মেয়র বলেন, কাউন্সিলর সাগরের জন্য আপনারা কাজ করবেন। সে আপনাদের জন্য নিবেদিত প্রাণ। তার বাবাও আমার বাবার সময় কাউন্সিলর ছিল। সে নির্বাচন করলে আপনারা তার জন্য কাজ করবেন। আমার ৩৬ জন কাউন্সিলর করোনার সময় যে কি পরিমান পরিশ্রম করেছে তা বলে বুঝাতে পারবোনা। যে দুঃসময়ে মা বাবা ছেলে মেয়ের পাশে এসে দাঁড়ায়নি তখন তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। এদেরকে যদি ভোট না দেন তাহলে আপনারা ভুল করবেন।
এ সময় নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যাণেল মেয়র বিভা হাসান,২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ,১৯,২০ ও ২১নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ,নারায়ণগঞ্জ জেলা আ‘লীগের সদস্য হাজী আমজাদ হোসেন,বীরমুক্তিযোদ্ধা আউয়ুব আলী।
পরিশেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী কফিল উদ্দিন, মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন জসু প্রমুখ।
এ ব্যাপারে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ ফয়সাল মোহাম্মদ সাগর গনমাধ্যমকে জানান, এ প্রকল্পের মধ্যে মদনগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন নতুন মাঠ ও পার্ক নির্মান কাজের ব্যায় র্নিধারন করা হয়েছে ৩ কোটি ৭০ লাখ টাকা ও পায়রা চত্বর সংলগ্ন আরসিসি রাস্তা ও ড্রেন ও বকুল তলা পুকুরের ঘটনা র্নিমান কাজের ব্যায় ধরা হয়েছে আরো ৩ কোটি ১৫ লাখ টাকা।
তিনি আরো জানান, সিটি কর্পোরেশনের সফল মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি বন্দরে যথেষ্ট পরিমান উন্নয়ন করেছে। তার উন্নয়ন বন্দরে র্দিশমান হয়ে আছে।
সোনাকান্দা হাট পরিদর্শনে মেয়র আইভী
সোনাকান্দা হাটে ওয়াকওয়ে ও খেলামাঠ এবং হাটের চারিদিক রাস্তা পরিদর্শনে নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি কাজের সন্তোষ প্রকাশ করেন কিন্তু আহম্মেদ ডকইর্য়াড সাইডে জায়গা দখল করায় ক্ষোভ প্রকাশ করেন।
৬ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় বন্দর সোনাকান্দা হাট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র বিভা হাসান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলামম নবী মোরাদ, মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ।