নারায়ণগঞ্জের বন্দরে শ্মশান ঘাট পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় তিনি সরেজমিনে শ্মশানের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পরিদর্শন কালে মেয়র আইভী বলেন, শ্মশান কিংবা মসজিদ যাই থাকুক সকল তদারকি করবে স্থানীয় জনপ্রতিনিধি। শ্মশানের জায়গা সম্পর্কে কারো কোন অভিযোগ থাকলে নগর ভবনে আসবেন। এক সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করবো।
উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুম, তানভীর আহমেদ সোহেল, জাকির প্রধান, শ্মশানের পুরোহিত শম্ভু, কাজল প্রমুখ।