বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন উপলক্ষে নারায়ণগঞ্জ ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু’র উদ্যেগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করেছেন ।
সোমবার ২৮ সেপ্টেম্বর বাদ মাগরিব নামাজের পর মীর হোসেন মিরুর বাসভবনে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউনুস দেওয়ান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মুজাফর, ফতুল্লা থানা সাবেক ছাত্রলীগের বাচ্চু, কুতুবপুর ইউনিয়নের যুবলীগের দীন ইসলাম, খোকন, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ইমরান, লিমন, ফতুল্লা থানা যুবলীগের কালা জাহাঙ্গীর, খলিল, মুক্তার, গেন্দু, মাহাবুব হোসেন প্রমুখ।
বঙ্গবন্ধুর কন্যার দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া পড়ানো হয়। এবং কেক কেটে সকল নেতৃবৃন্দদের নিয়ে নেত্রীর জন্মদিনে মীর হোসেন মীরু নেতৃবৃন্দদের নিয়ে আনন্দ উল্লাস করেন।