নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের কদমতলা ব্রিজ হতে সৈয়দপুর কড়ইতলা হয়ে পূর্বালী সল্ট পর্যন্ত সড়কের বেশীর ভাগ বেহাল দশা হলেও যেন দেখার কেউ নেই।
বেশীর ভাগ স্থানে আরসিসি ঢালাইকৃত সড়কটি ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে চলাচলরত যানবাহন ও যাত্রীরা জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে।
স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী মোশাররফ হোসেন জানান,দীর্ঘ দিন যাবত সড়কটি মেরামত না করায় বেশীর ভাগ স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায় সময় যানবাহন উল্টে জখম ও আহত হয় যাত্রীরা। শুধু তাই নয় অনেক সময় যানজটের সৃষ্টি হয়।
ওাস্তাটি আনুমানিক ৫/৬ বছর আগে আরসিসি করা হলেও এই সময়ের মধ্যে একবারের জন্য ও সংস্কার করা হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কের মেরামত কাজ শুরু করতে মেয়র আইভীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। এ ব্যাপারে ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন মুঠোফোনে বলেন মাপঝোপ করে প্রকল্প দেয়া হয়েছে। অতি দ্রুত নির্মাণ কাজ শুরু করা হবে।